জয়পুরহাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫জন

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুত্বর আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, চালকের সহকারী বাসটি টার্মিনাল থেকে চালিয়ে আনছিলেন। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাফুদৌলা বলেন, আহত ২৫ জন যাত্রীর মধ্য ১২ জন হাত-পায়ে আঘাত পেয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেহেদুল ইসলাম নামে এক যাত্রীকে বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত বাস যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার আক্কেলপুর বাস টার্মিনাল থেকে দাদা-নাতি পরিবহন নামের বাসটি বগুড়ার উদ্দেশে ছাড়ে। বাসটিতে চালক ও সহকারীসহ মোট ৩০ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভিকনীতে এসে একটি সিমেন্টবোঝাই ট্রাককে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালে পড়ে যায়। এতে বাসের সহকারীসহ ২৫ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খালের পানিতে পড়া বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। এর মধ্যে ১২ জন যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

আহত যাত্রী নিজাম উদ্দিন বলেন, বগুড়ায় যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে বাসটিতে উঠেছিলাম। বাসটিতে মোট ৩০ জনের মতো যাত্রী ছিল। বাসটি ভিকনী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন।

জহুরা খাতুন নামে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষিকা বলেন, আক্কেলপুর থেকে বাসে উঠে কর্মস্থলে যাচ্ছিলাম। ভিকনী এলাকায় পৌঁছার পর একটি ট্রাক গেল। এরপর কিছু বুঝে ওঠার আগেই আমাদের বাসটি খালে পড়ে যায়। স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করেন।

সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বাসটি সড়কের পাশে খালে পড়ে আছে। স্থানীয় লোকজন সেখানে ভিড় করছিলেন। ফায়ার সাভিস ও পুলিশের দুটি গাড়ি সড়কে দাঁড়িয়ে ছিল।

স্থানীয় বাসিন্দা লোকমান বলেন, সড়কের পাশে পানি রয়েছে। যদি কেউ বাসের নিচে পড়ে তার জীবিত থাকার সম্ভাবনা কম।

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আমির আলী সমকালকে বলেন, বাস চালকের বাড়ি গোপীনাথপুর এলাকায়। বাসের চালককে পাওয়া যায়নি। চালকের সহকারী টার্মিনাল থেকে বাসটি চালিয়ে আসছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, একটি সিমেন্টবোঝাই ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। আমরা সেখানে গিয়ে ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এছাড়া আগেই আরও ১০-১২ জন বাস থেকে বেরিয়ে এসেছে। আমরা বাসটির চারপাশে খুঁজেছি। বাসের ভেতর ও আশপাশে কোনো যাত্রী পাইনি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খালের পানি থেকে বাসটি উপরে তোলার জন্য ক্রেন আনা হচ্ছে। যাত্রীরা আহত হলেও কেউ মারা যায়নি।

Leave a Reply

Your email address will not be published.