জয়পুরহাটে চার মাদক কারবারী ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে নিষিদ্ধ ৩শ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আজ শনিবার (২রা সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শাহেদ আল মামুন।

গ্রেফতারকৃতরা হলেন যারা , জয়পুরহাটের নিশির মোড় বনমালী পাড়ার শহিদুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (২৬), নিশির মোড় বামনকুন্ডার সাজু মিয়ার ছেলে ইমন হোসেন (২১), বুলুপাড়ার শহিদুলের ছেলে মিঠুন হোসেন সৌরভ (২৭) ও কাশিয়াবাড়ি কবিরাজপাড়ার ময়েন উদ্দিনের ছেলে বেলাল হোসেন বিজলু (৩২)।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শাহেদ আল মামুন জানান, সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউনিয়নের কেশবপুর গ্রামের একটি বাড়িতে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট কেনা-বেচা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে জয়পুরহাট জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩০০শত পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published.