জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২\\৩ জয়পুরহাটে সদর উপজেলার পুরানাপৈল এলাকা হতে দীর্ঘদিন পলাতক থাকার পর ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাপ্পী সওদাগরকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি৩।

গ্রেফতারকৃত পলাতক আসামী আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের মৃত বাদশা সওদাগরের ছেলে বাপ্পী সওদাগর(৪৩)।

আজ রবিবার ২ জুলাই বিকাল চারটায় এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম।

র‌্যাবে আরো জানায়,ভিকটিম স্মৃতি আজমীরি (২৩),সোনাডাংগা,খুলনায় ২০০৮ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১)/৩০ ধারায় বাপ্পী ও বাবুকে আসামী করে মামলা দায়ের করে। মামলা হওয়ার পর থেকেই আসামী বাপ্পী সওদাগর (৪৩) গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে থাকে।

উল্লেখ্য চলতি বছরে ২৮ ফেব্রুয়ারী তারিখে উক্ত মামলার আসামী বাপ্পী সওদাগরকে বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদন্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায় যে, খুলনার স্মৃতি আজমীরির (২৩) এর সাথে বাবুর প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বাবু বিয়ের প্রলোভন দেখিয়ে ২৯/৪/২০০৮ তারিখে খুলনা থেকে ট্রেনে করে নাটোর নিয়ে আসে পরবর্তীতে নাটোর থেকে লোকাল ট্রেনে করে জামালগঞ্জ রেলস্টেশন নেমে বাবু এবং তার বন্ধু বাপ্পী সওদাগর ভিকটিমকে অজ্ঞাত একটি বাড়ীতে রাত্রীযাপনের জন্য নিয়ে যায়। রাত আনুমানিক ১১ টার পর বাপ্পী ভিকটিমকে এর শয়ন কক্ষে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আক্কেলপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.