জয়পুরহাটে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আটক

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের সদর উপজেলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী দীর্ঘ ১৬ বছর পলাতক থাকার পর জাফুকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পুরানপৈল এলাকা থেকে আটক করা হয়। আটককৃত আসামী পশ্চিম পারুলিয়া গ্রামের মৃত মহিবর রহমানের ছেলে জাফু ওরফে (জাফর)।

আজ শনিবার (২৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫।

র‌্যাব সুত্রে জানা যায় যে , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জাফর ওরফে জাফু ওরফে ইয়ারব হোসেনকে আটক করা হয়েছে । ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢুকে। ডাকাতরা মজিবরকে ছুরিকাঘাত করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে প্রতিবেশীরা মজিবরকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দুদিন পর নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, গত ১৯ জুন জয়পুরহাট দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দিন ৩ জনের প্রাণদণ্ডের রায় ঘোষণা করেন। একই সঙ্গে দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই মামলার অন্য একটি ধারায় তাদের ১০ বছর করে কারাদণ্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য দুইজন আসামী আমিনুল ইসলাম রিয়াদুল ও পাঁচবিবি উপজেলার তেলীহার গ্রামের লুৎফর রহমান পলাতক রয়েছে।

পরে আটককৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.