জামালপুরে নেশা জাতীয় বুফ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪

আল আমিন হাসান, নিজস্ব প্রতিবেদক: র‍্যাব-১৪ সিপিসি-১(জামালপুর) ক্যাম্পের একটি আভিযানিক দল জামালপুর জেলার সদর থানাধীন এলাকা হতে নেশা জাতীয় বুফ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন আসামীকে অদ্য ২২ জুলাই ২০২৩ ইং তারিখ অনুমান ১৫:০৫ ঘটিকায় গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ নওশাদ আলী শেখ (৬৪)
এর কাছ থেকে নেশা জাতীয় ইনজেকশন- ১২৮০ পিস
একটি মোবাইল ফোন, সীমকার্ড সহ নগদ- ১৮৮০/- টাকা
ও একটি হাত ঘড়ি উদ্ধার করা হয়েছে ।

অদ্য ২২ জুলাই ২০২৩ ইং তারিখ ১৫.০৫ ঘটিকার সময় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে জামালপুর জেলার সদর থানাধীন কম্পপুর এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোঃ নওশাদ আলী শেখ (৬৪), পিতা মৃত-নাজির উদ্দীন, মাতা-রহিমা বিবি, সাং-বৈ গ্রাম, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।

এসময় তার হেফাজত হইতে উদ্ধারকৃত ১২৮০ (এক হাজার দুইশত আশি) পিস নেশা জাতীয় ইনজেকশন ও ০১টি মোবাইল ফোন, ১টি সীম কার্ড, নগদ =১৮৮০/-টাকা এবং হাত ঘড়ি- ০১ টিসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক মূল্য ৬,৪০,০০০ (ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা) ।

এব্যাপারে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয় ।

অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published.