দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৩১০০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার ০৩

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: গত ২৭/০৮/২০২৩ ইং তারিখ জেলা গোয়েন্দা শাখা দিনাজপুর এর জিডি নং-২৬৮, তাং-২৭/০৮/২০২৩ মূলে কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এবং মাননীয় পুলিশ সুপার, জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়ের সরাসরি দিক নির্দেশনা ও তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব আব্দুল্লাহ-আল-মাসুম এর পরিকল্পনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, দিনাজপুর জনাব এ এফ এম মনিরুজ্জামান মন্ডল এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ মাসুদ রানা, এসআই(নিঃ)/ মোঃ রওশন সরকার ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ দিনাজপুর জেলা পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের অন্তগত শাখারী পট্টি এলাকায় দিনাজপুর শিল্পকলা একাডেমি সামনে লিলির মোড় হইতে সরকারী কলেজ মোড় গামী পাঁকা রাস্তার উপর ২৩.৩০ ভয় ঘটিকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করাকালে ০৩(তিন) জন মাদক ব্যবসায়ীকে ৩,১০০(তিন হাজার একশত) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানার মামলা নং-৭৪, তাং-২৮/০৮/২০২৩ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ২৯(খ) মামলা রুজু হয়।

গ্রেফতারকৃত আসামী ঃ-
১। মোঃ নূর ইসলাম@ বাপ্পী(৩৮),
২। মোঃ শাহিনুর ইসলাম @ হ্যাপি(৩৩), উভয় পিতা-মোঃ বাবু, মাতা-মোছাঃ বানি আরা,
৩। মোঃ সুমন (৩৫), পিতা-মৃত রফিকুল্লাহ, মাতা-মোছাঃ নূর জাহান, সর্ব সাং-বড় বন্দর ফকিরপাড়া(৬নং ওয়ার্ড), থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর।

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে উদ্ধারকৃত ও আলামত সমুহঃ-
ক) মোঃ নূর ইসলাম@ বাপ্পী(৩৮) এর নিকট হতে ১,৮০০(এক হাজার আটশত) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টডল ট্যাবলেট।
খ) মোঃ শাহিনুর ইসলাম @ হ্যাপি(৩৩) এর নিকট হতে ৮,০০(আটশত) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টডল ট্যাবলেট।
গ) মোঃ সুমন (৩৫) এর নিকট হতে ৫,০০(পাঁচশত) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টডল ট্যাবলেট।

ঘটনার বিবরণ এই যে, ঘটনার দিন ধৃত আসামীরা পরস্পর মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট পাইকারী ও খুচরা বিক্রয়ের জন্য একত্রিত হইলে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ০৩(তিন) জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবত কোতয়ালী থানা এলাকা সহ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে। মাদক ব্যবসা ছাড়া তাদের অন্য কোন জীবিকার পথ নাই। ১নং আসামী বাপ্পী কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং ২নং আসামী হ্যাপি ১নং আসামীর আপন ভাই।

Leave a Reply

Your email address will not be published.