নওগাঁয় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের দণ্ড দেওয়া হয়। এই মামলায় আরও ১১ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- রাইগাঁ গ্রামের তছির উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৫০), আ. সালাম (৬০), আবুল কালাম আজাদ (৫৫), আ. সামাদের ছেলে আশরাফ (৪৫) ও আতুরা গ্রামের সুবিদ আলী সোনারের ছেলে ইব্রাহিম (৬০)।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৪ এপ্রিল দুপুরে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে আব্দুল সাত্তারের জমির পাশে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৮ থেকে ২০ জন ফজলুর রহমানকে এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলে মারা যায় ফজলুর রহমান। ঘটনার দিনই তার স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ এ ঘটনার তদন্ত করে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। পরে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেন আদালতে।
এরপর দীর্ঘদিন ধরে চলা এই মামলার ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ১৯ আসামির মধ্যে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। বাকি ১১ জন আসামিকে খালাস দেওয়া হয়। আর তিনজন আসামি মামলার বিচার চলাকালে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published.