নিয়ামতপুর সাবরেজিষ্ট্রি অফিসে জাল সনদে দলিল লেখকের দাপট

জাকির হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জাল এসএসসি সার্টিফিকেটে আলমগীর নামের এক ব্যক্তি মৃত ভাই জাহাঙ্গীরের নামে দলিল লেখক নিবন্ধন নিয়েছে বলে জানা গেছে। অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে।
অনুসন্ধানে জানা গেছে, সাবরেজিষ্ট্রি অফিসে দলিল লেখকের সংখ্যা ১০৭ জন। এরমধ্যে গত ২০১০সালে এসএসসির জাল সার্টিফিকেট ব্যবহার করী ১৩ জন দলিল লেখকের লাইসেন্স বাতিল হয়। এদের মধ্যে অনেকেই গোপনে এখনো দলিল সম্পাদন করে যাচ্ছেন।  তাদের অনেকেই এসএসসি পাশ করেছেন ২০২৩ সালে। এদিকে একজন মৃত ভায়ের সার্টিফিকেট নিয়ে কাজ করছেন ছোট ভাই আলমগীর। যার লাইসেন্স নম্বর-১৫০। এছাড়াও দলিল লেখকদের টাঙানো তালিকায় ব্যবহৃত যে জাতীয় পরিচয়পত্র নং ১৯৮৯৬৪১৬৯৫২০০০০০৫ ব্যবহার করা হয়েছে তাতে জাতীয় সার্ভারে একই এলাকার একজন মহিলার নাম পাওয়া যাচ্ছে।
উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, দলিল লেখকের নিবন্ধন পেতে কমপক্ষে এসএসসি ও তার সমমানের সার্টিফিকেট লাগে। ২০১০ সালে আইজিআর অফিস থেকে দলিল লেখকদের নিবন্ধন করতে জেলা অফিস কর্তৃক তালিকা পাঠানো হতো। তাদের এসএসসি ও সমমানের সার্টিফিকেট আছে কিনা তা যাচাই বাছাই করা হতো। বর্তমানে লাইসেন্স প্রদান বন্ধ রয়েছে।
অভিযোগ রয়েছে, জাল সার্টিফিকেটে দলিল লেখকের নিবন্ধন নিয়ে অনেকেই অনৈতিক কাজে জড়িয়ে পড়ছেন। বাইরে থেকে যারা জমিসংক্রান্ত কাজে নিয়ামতপুরে রেজিস্ট্রার অফিসে আসেন তারা বেশি হয়রানির শিকার হচ্ছেন।
এদিকে আলমগীরের ওই দলিল লেখকের এলাকা উপজেলা সদর ইউনিয়নের চৌরা কশবা গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, তার ভাই মৃত্যু বরণ করায় তার সাটিফিকেট ব্যবহার করে দলিল লেখকের নিবন্ধন নিয়েছেন আলমগীর। অথচ সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের টাঙানো তালিকায় জাহাঙ্গীরের নাম ব্যবহার না করে তালিকায় রয়েছে আলমগীরের নাম।
আলমগীরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সাংবাদিক পরিচয় দিলে ফোন কেটে দেন।
উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক দিজেন্দ্রনাথ দাস বলেন, আমি নতুন সাধারণ সম্পাদক হয়েছি। অনেক পূর্বের ঘটনা হওয়ায় জানার পর আপনাদের জানাতে পারবো।
নওগাঁ জেলা রেজিস্ট্রার শরীফ তোরাফ হোসেন বলেন, এ ধরনের কাজ জালিয়াতির সামিল। যদি কেও এ ধরনের দলিল লেখক থাকে তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.