পটুয়াখালীতে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর মানবন্ধন

মোঃ যুবরাজ মৃধা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে খুনি আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার সকাল ১১টায় বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

এলাকার জনপ্রতিনিধিসহ মানববন্ধনে প্রায় ১ হাজার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসুচির মাধ্যমে জানা যায় মাধবপুর গ্রামের শানু মৃধার সঙ্গে একই বাড়ির আপন ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মোতালেব মৃধার সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিলো।

দুই পক্ষের মিমাংশার জন্য স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে শালিশির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু শালিশি মিমাংশার আগে গত ২ সেপ্টেম্বর নিহত আল আমিন বাউফলের মিলঘর বাজার থেকে বাড়ির যাওয়ার পথে প্রতিপক্ষ চাচা মোতালেব মৃধা ও তার সন্ত্রাসী দল নিয়ে প্রকাশ্যে আল আমিনকে ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করেন।

এ ঘটনার পর ২ আসামিকে পুলিশ গ্রেফতার করলেও বাকি আসামিরা আত্মগোপনে চলে যায়। বাকি আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান নিহতের বোন, স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published.