বগুড়া ধুনটে নারীর গোসলের ভিডিও ধারণ বখাটে আটক

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার:  বগুড়া ধুনট উপজেলায় গোসলখানার ভেতর থেকে এক নারী এনজিও কর্মীর গোসল করার একাধিক দৃশ্য ভিডিও ধারণের পর কুপ্রস্তাবের অভিযোগে হৃদয় খাঁন (২২) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। হৃদয় খান উপজেলার বড়বিলা পূর্বপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে পেশায় নির্মাণ শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় চিহ্নিত বখাটে রিদয় খানের প্রতিবেশী ওই নারী এনজিওকর্মী। পূর্ব পরিচয়ের সূত্রে তার বাড়িতে প্রায় এক বছর ধরে হৃদয় যাতায়াত করে। এ সুযোগে প্রায় ৩ মাস আগে এনজিও কর্মীর অগোচরে কৌশলে তার গোসলের দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে হৃদয় খাঁন। এনজিও কর্মীকে সেই ভিডিও দেখিয়ে হৃদয় খান কূপ্রস্তাব দেয়। কিন্ত এই কূপ্রস্তাবে রাজী হয়নি এনজিও কর্মী।এক পর্যায়ে মেয়েটির আত্মীয় স্বজনকে মোবাইল ফোনে ধারণ করা সেই ভিডিও গুলো দেখায় হৃদয়।

এ অবস্থায় হৃদয়ের ভিডিওগুলো মুছে ফেলার জন্য মেয়েটির পরিবারের পক্ষ থেকে বার বার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় ৪ আগস্ট ওই এনজিও কর্মী বাদি হয়ে হৃদয় খানের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। থানা পুলিশ অভিযোগটি থানায় সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পেয়ে রিদয় খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এনজিও কর্মীর অভিযোগের প্রেক্ষিতে রিদয় খানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.