বগুড়ায় ওজন কম দেওয়ায় চিনিপাতা ও মহরম দই ঘরকে জরিমানা

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার: বগুড়ার বিখ্যাত খাবার দই। আর দই বিক্রি নিয়েই চলছে কারসাজি ওজনে কম দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি করা ইত্যাদি অভিযোগ উঠেছে দই ব্যবসায়ীদের উপর।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বগুড়া সাতমাথায় বিভিন্ন দই দোকান অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।দইয়ের ওজন কম দেয়ার কারণে বগুড়ায় তিনটি দই দোকানে জরিমানা করা হয়েছে।

অভিযানাকালে চিনিপাতা দই ঘরের দইয়ের মোড়কে ৬৫০ গ্রাম দই লেখা থাকলেও প্রকৃতপক্ষে ৫৩০ গ্রাম পাওয়া যায়। এসময় আলহাজ্ব মো. মহরম আলী দই ঘরেও লেখা ওজন অপেক্ষা কম পাওয়া যায়।

এই অপরাধে চিনিপাতা দই ঘরকে ৭ হাজার, আলহাজ্ব মহরম আলী দই ঘরকে ৬ হাজার এবং আলহাজ্ব মো. মহরম আলী দই ঘরকে ৫ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই জরিমানা করেন।অভিযানে জেলা পুলিশের দল সহযোগিতা করে।

Leave a Reply

Your email address will not be published.