বদলগাছীতে বিপুল পরিমান টাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুলবুল আহমেদ  (বুলু), বদলগাছী নওগাঁ : নওগাঁ জেলার বদলগাছী থানাধীন থুপশহর এলাকা হতে বিপুল পরিমান টাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।
 মঙ্গলবার সকালে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে সোমবার দিবাগত রাত সাড়ে এগারো ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন থুপশহর এলাকা হতে ৭২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, জেলার বদলগাছী থানার থুপশহর গ্রামের মোঃ আজাহার আলীর ছেলে মোঃ সুমন হোসেন (২৬), ও ফেরদৌস হোসেনের ছেলে মোঃ শয়ন হোসেন এবং মাহমুদপুর গ্রামের মোঃ রাশেদুল হক এর ছেলে মোঃ আশিক আহমেদ।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী সুমন একজন চিহ্নিত  মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শয়ন ও আশিক এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতো। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.