বেনাপোল ইমিগ্রেশনে ভুয়া পুলিশ আটক

যশোর প্রতিনিধি, আশিকুল ইসলাম: ২৭.০৬.২০২২ শনিবারে বিকাল আনুমানিক ৫ টার সময়। বেনাপোল ইমিগ্রেশন এর পেসেঞ্জার টার্মিনারের সামনে পুলিশের প্যান বুট ও কটি পড়া এক যুবককে ঘুরতে দেখা যায়। তার আচরণ চলাফেরা অস্বাভাবিক দেখার পরে। ইমিগ্রেশনে এ ডিউটি থাকা পুলিশ তাকে জিজ্ঞাসা করে। জিজ্ঞাসাবাদ শেষে প্রমাণিত হয় যে সে পুলিশ না।পরে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানাই হস্তান্তর করা হয় । এই বিষয়ের বেনাপোল পোর্ট থানাই একটি মামলা দায়ের করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কামাল হোসেন ভূইয়া বলেন। প্রতিদিনের মতন বেনাপোল ইমিগ্রেশন এর নিরাপত্তা ও যানজট মুক্তর রাখার জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশ ডিউটি করছিল। ডিউটি করার সময় একজন অপরিচিত যুবক তারপর গায়ে পুলিশের কটি প্যান্ট বুট করা ছিল। ডিউটিরত পুলিশ তাকে ডেকে জিজ্ঞাসা করে যে সে কোন থানার পুলিশ বা কোন ইউনিটে আছি। সে বলতে না পারাই তাকে আরো ভালোভাবে জিজ্ঞেস করার জন্য বেনাপোল পোর্ট থানাই নিয়ে আসা হয়। পরে স্বীকার করে সে পুলিশ না। পরে আমরা তার বিরুদ্ধে মামলা দায়ের করি। এবং আগামীকাল তাকে কর্টে পেরন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.