ভাঙ্গুড়ায় লটারির নামে প্রতারণা চক্রের ১০ সদস্য আটক

সিরাজুল ইসলাম আপন, ক্রাইম রিপোর্টার (পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় লটারির নামে প্রতারণা চক্রের ১০ সদস্য আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৭ মে) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়ীয়া গ্রামে টিকিট বিক্রি করার সময় স্থানীয়রা তাদেরকে আটক করেন। পরে ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দিলে থানার তদন্ত ওসি মিজানুর রহমান, এস আই মুরাদ হোসেন, এসআই হাফিজুর রহমানসহ, একটি টিম গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মো. সোহাগ ইসলাম (২৫), মো. রানা হামিদ (২২), মো. মিলন হোসেন (২৮), মো. হাসান (২৬), মো. রাসেল রানা (২৪), জনি হোসেন (২২), শ্রী সুমন (৩৬), চারঘাট থানার লক্ষীপুর গ্রামের মো. ফারুক হোসেন (১৯), ডাকলা পাগলা পাড়া গ্রামের সাখাওয়াত হোসেন শান্ত (২০), গার্ড পাড়া গ্রামের শাকিল হোসেন (২৭)। এছাড়াও দুইজন পলাতক রয়েছেন তারা হলেন, ঢাকা গুলশানের খাইরুল ইসলাম (২৬), ও ঢাকা কোনাবাড়ি রেজাউল করিম (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতারক চক্রের প্রধান মোহাম্মদ শরীফ আহমেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে লটারির নামে একটি কাগজ ধরিয়ে দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। লটারির কাগজের উপরে বিভিন্ন নামি-দামি কোম্পানির আকর্ষণীয় পণ্যের ছবি দেওয়া আছে। যে ছবি গুলো দেখে গ্রামের সহজ সরল মানুষ লোভে পড়ে লটারি ক্রয় করে। কিন্তু স্কার্ট ঘষলে কম দামে নাম মাত্র কিছু পণ্য নাম লেখা থাকে এতে সহজ সরল মানুষকে ঠকিয়ে তারা হাতিয়ে নিচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, আটককৃতের বিরুদ্ধে মামলা রজু করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.