রিজভী সাহেবদের তালিকায় পুলিশ সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মী

কালের সংবাদ ডেস্কঃ মিথ্যা মামলা ও নির্যাতনের জন্য দায়ী পুলিশ সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, এই তালিকা তৈরির কাজ চলবে এবং শিগগিরই তালিকায় আসাদের সংখ্যা জানানো হবে।

এই তালিকা বিশ্বের গণতন্ত্রকামী রাষ্ট্রসমূহ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোতে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর মাধ্যমে এ তালিকা দেবো। তাছাড়া, দূতাবাসগুলোরও তো নিজস্ব সোর্স রয়েছে। মায়ের ডাক (গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন)-এর মতো সংগঠনগুলো থেকেও তো অনেকে অনেক কিছু জানতে পারছেন।

নির্বাচনের মাস ছয়েক আগে এসব তথ্য বা তালিকা পাঠানোর বিষয়টি নির্বাচনকে কেন্দ্র করে কিংবা যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন ভিসা পলিসিকে কেন্দ্র করে নেয়া- এমন বক্তব্য মানতে নারাজ বিএনপি’র রিজভী।

এক প্রশ্ন বিএনপি’র রিজভী নিকট, এই তথ্য সংগ্রহ বা তালিকা তৈরির কাজ কতোদিন বলবৎ থাকবে? এমন প্রশ্নে তিনি বলেন, যতদিন ওরা নিপীড়ন চালাবে। যতদিন পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নিপীড়ন চালাবে।

কয়টি ঘটনার জন্য ঠিক কতোজন পুলিশ সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীকে অভিযুক্ত করে তালিকা করা হয়েছে জানতে চাইলে রিজভী বলেন, এরকম নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। আমরা তো প্রতিদিনই এটা জানাচ্ছি। কারণ, মাসখানেক ধরে কাজটি শুরু হওয়ার পর প্রতিদিনই হালনাগাদ করা হচ্ছে। তবে, আগামী ১০/১২ দিনের মধ্যে সবমিলিয়ে একটি সংখ্যা প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.