শেরপুরে কৃষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্প

আল আমিন হাসান, স্টাফ রিপোর্টার: র‍্যাব-১৪, সিপিসি-১(জামালপুর) ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর সদর থানায় জমি দখলকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যাকান্ডের অন্যতম আসামী মোঃ রাজ্জাক @ বঙ্গাকে ০৬ জুলাই ২০২৩ ইং তারিখ সময় ১২.১০ ঘটিকায় গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ রাজ্জাক @ বঙ্গা(৪৮) এর কাছ থেকে কোন কিছু উদ্ধার করা যায়নি ।

গত ০৪/০৭/২০২৩ ইং তারিখে সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় শেরপুর জেলার সদর উপজেলা চান্দের নগর (গেরামারা) গ্রামে জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র, রাম দা দিয়ে মোঃ শাহ্ জামাল (৩৫)-কে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে স্থানীয় দূর্বৃত্তরা ।

উক্ত নির্মমভাবে হত্যকান্ডের ঘটনায় ভিকটিমের বাবা মোঃ চাঁন মিয়া(৫৫) বাদী হয়ে এজাহার নামীয় ১৬ জন ও অজ্ঞানামা আরো ৬/৭ জনকে আসামী করে গত ০৪/০৭/২০২৩ ইং তারিখ বিকাল ১৮.৩০ ঘটিকায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে অফিসার-ইন-চার্জ, শেরপুর সদর থানার মামলা নং-১৪/৩৮১, তারিখ ০৪/০৭/২০২৩ ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩০২/১১৪/৩৪ দঃ বিঃ রুজু করেন।

মামলা রুজু হওয়ার পর হইতে আসামীগন আত্মগোপনে চলে যায় । উক্ত সংবাদ পাওয়ার পরপরই র‌্যাব-১৪,সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে ।

পরবর্তীতে র‌্যাবের আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং পলাতক আসামীদের গ্রেপ্তারের জোর তৎপরতা শুরু করে । এরই ধারাবাহিকতায় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামীর অবস্থান সনাক্তের মাধ্যমে অদ্য ০৬ জুলাই ২০২৩খ্রিঃ তারিখ দুপুর ১২.১০ ঘটিকার সময় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা এর নেতৃত্বে শেরপুর জেলার নকলা থানাধীন আনন্দ বাজার এলাকা হতে এজাহার নামীয় পলাতক আসামী মোঃ রাজ্জাক @ বঙ্গা (৪৮), পিতা-মৃত মহলফারাজী@ ফরজ উদ্দিন, সাং-চান্দের নগর (গেরামারা), থানা-সদর, জেলা-শেরপুর’কে এলাকা হতে গ্রেপ্তার করে। ধৃত আসামীকে অদ্য ০৬/০৭/২০২৩ইং তারিখে শেরপুর থানায় সোর্পদ করে ।

ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে ।

অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published.