সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বহিষ্কার

মোঃ যুবরাজ মৃধা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর বহিষ্কার হয়েছেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম তাসির মৃধা।

শনিবার (১৯ আগস্ট) বিকালে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম তাছির মৃধাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হলো।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হৃদয় আশীষ বলেন, ছাত্রলীগের আদর্শের সঙ্গে স্বাধীনতাবিরোধী সাঈদীর প্রতি সহানুভূতি প্রকাশ সাংঘর্ষিক এবং অগ্রহণযোগ্য। বহিষ্কৃত ওই এসব নেতাদের দলে অনুপ্রবেশকারী বলে আখ্যায়িত করছে ছাত্রলীগ। তবে সাঈদীর মৃত্যুর মাধ্যমে অনেকের চেহারা উন্মোচিত হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মুজাহিদুল ইসলাম তাসিরকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বহিষ্কার হওয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম তাছির মৃধা বলেন, বহিষ্কারের কারণ জানি না। তবে সাঈদীর মৃত্যুর পরে ভুলবশত “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” লিখে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম।

Leave a Reply

Your email address will not be published.