সীতাকুণ্ডে গুলিয়াখালি বীচে এক পর্যটক সাগরে নিখোঁজ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ কুমিল্লা থেকে বেড়াতে আসা তিন যুবক সীতাকুণ্ড গুলিয়াখালী সী বীচে বেড়াতে এসে সাগরে গোসল করতে নামলে তিনজন যুবক পানিতে তলিয়ে যায়, অনেক দূরে দুই যুবক কে ফায়ার সার্ভিস মূমুর্ষ অবস্হায় উদ্ধার করতে পারলেও মেহেদী হাসান (১৭) নামে এক যুবক এখনো নিখোঁজ রয়েছে।

তাকে উদ্ধার করতে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস, নগরী থেকে আসা ডুবুরী দল কাজ করে যাচ্ছে।

সূত্রে জানা যায়,আজ ৫ জুন বুধবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা থেকে তিন যুবক সীতাকুণ্ড গুলিয়াখালি বীচে আসে, এরা তিন বন্ধু পর্যটক সাগরে নেমে উত্তাল ঢেউয়ে নিখোঁজ হয়।

এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিস কে খবর দিলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কর্মীরা খোঁজাখুঁজি করে সুস্থ অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে অপর নিখোঁজ মেহেদী হাসান (১৭)কে এখন উদ্ধার করতে পারেনি।

নিখোঁজ মেহেদী হাসানকে উদ্ধারের চেষ্টা। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস এর ষ্টেশন কর্মকর্তা নূরুল আমিন দুলাল আমাদের কে জানায়, কুমিল্লা থেকে বেড়াতে আসা যুবকরা সাগরে সাঁতরাতে অভ্যস্হ নয়, তারা সাগরে নামলে উত্তাল ঢেউয়ে তলিয়ে যায়, দুজনকে উদ্ধার করতে পারলেও তাদের সাথের একজন কে পাচ্ছিনাসাগর উত্তাপে হয়তো দুরে কোথাও বেসে গেছে,আমাদের টিম ডুবুরী নিয়ে

সাগরে টহল দিচ্ছে নিখোঁজ মেহেদী হাসান কে উদ্ধারে।

Leave a Reply

Your email address will not be published.