গ্রিন কার্ড আলাদা এখন থেকে কি যুক্তরাষ্ট্রে বসবাস ও কর্মসংস্থানের জন্য

আন্তর্জাতিক কালের সংবাদ ডেক্স ঃ যুক্তরাষ্ট্রে বসবাস ও কর্মসংস্থানের জন্য আলাদা গ্রিন কার্ডের প্রয়োজন। অতীতে এক গ্রিন কার্ডেই উভয় চাহিদা পূরণ হতো।

২০২৪ সালে মাত্র ৩ শতাংশ আবেদনকারীকে গ্রিন কার্ড (আবাসন) দেওয়া হবে।

ওয়াশিংটনভিত্তিক দ্য ক্যাটো ইনস্টিটিউট থিংকট্যাংক সংস্থা সম্প্রতি একটি শ্বেতপত্র প্রকাশ করে বলছে।

মন্ত্রণালয়ে আবাসন বাবদ গ্রিন কার্ডের জন্য আবেদন সংখ্যা বর্তমানে পৌঁছেছে প্রায় ৩ কোটি ৪৭ লাখে। অন্যদিকে কর্মসংস্থানের জন্য গ্রিন কার্ডের আবেদন জমেছে ১৮ লাখ।

আবেদনকারীদের মধ্যে বৈধ আবাসনের জন্য ৩ শতাংশ এবং কর্মসংস্থানের জন্য ৮ শতাংশ আবেদনকারীর আবেদন মঞ্জুর করা হবে।

১৯৯০ সালের পর থেকে গ্রিন কার্ড ইস্যুর হার সীমিত রাখার নীতি মেনে চলছে দেশটি।

ব্যাপক জটের প্রধান কারণ অভিবাসন ইস্যুতে মার্কিন সরকারের কঠোর নীতি।

আবাসন এবং কর্মসংস্থান বাবদ মোট ১ লাখ ৪০ হাজার অভিবাসীকে গ্রিন কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অভিবাসী ও অভিবাসন মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের অভিবাসীদের জন্য গ্রিন কার্ড অপরিহার্য একটি নথি। স্থায়ীভাবে বসবাস এবং যে কোনো প্রতিষ্ঠানের বৈধ কর্মী হওয়ার জন্য গ্রিন কার্ড অপরিহার্য।

 

Leave a Reply

Your email address will not be published.