২২ বছরের আব্দুল হাকিম এখনো তিনি রয়ে গেছেন শিশু

নাজমুল হক , নওগাঁ জেলা প্রতিনিধি : উচ্চতা মাত্র ৩৩ ইঞ্চি, দেখতেও ৫-৬ বছরের শিশুদের মত, চোখে মুখে নেই কোন চিন্তার ছাপ, সমবয়সী বন্ধুরা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনায় ব্যস্ত আবার কেউবা হাল ধরেছেন পরিবারের কিন্তু এখনো মায়ের আচলের নিচেই কাটে সময় তার, বলছি নওগাঁর ২২ বছরের খর্বাকায় আব্দুল হাকিমের কথা । খর্বকায় আব্দুল হাকিম নওগাঁর বোয়ালিয়া ইউনিয়নের দোগাছী ডাঙ্গাপাড়ার এজাজ মৃধা ও পারভীন দম্পত্তির ছেলে মা ই তার একমাত্র ভরসা, সারাদিন খেলাধুলা শেষে খিদে লাগলেও খাবার কোন সময় খাবেন তা বুঝতে পারেন না তিনি ।

বয়স ২২ হলেও ৮ বছর বয়সী চাচাতো ভাই-বোন ভাতিজাদের সাথেই সময় কাটান আব্দুল হাকিম। শিশুদের সাথে সময় কাটাতেই পছন্দ করেন আব্দুল হাকিম । গ্রামের শিশুরাই তার খেলার সাথী কেউ সম্পর্কে ভাতিজা আবার কেউ সম্পর্কে ভাগিনা , তবে তাকে স্বাভাবিকভাবে বন্ধু হিসেবে মেনেও নিয়েছেন গ্রামের শিশুরা।
এ বিষয়ে আব্দুল হাকিম এর মা পারভীন জানান , প্রতিবন্ধী বাচ্চা এবং আরেক ছেলে সহ স্বামীর সাথে সুখের সংসার ছিল পারভীনের কিন্তু বিগত ৮-৯ বছর থেকে হঠাৎ করেই আর তাদের কোন খোঁজখবর নেন না ট্রাকচালক স্বামী এজাজ মৃধা। প্রিয় সন্তান গুলো ভালো কোন খাবার খেতে চাইলেও অভাবের কারণে ছেলেদের ভালো কিছু খাওয়াতে পারেন না । প্রতিবন্ধী এই ছেলের ভবিষ্যত নিয়েও চিন্তা হাকিমের মায়ের।
এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়, নওগাঁ এর উপপরিচালক জনাব নূর মোহাম্মাদ বলেন , আব্দুল হাকিম এর সরকারকর্তৃক প্রতিবন্ধী বাতার ব্যবস্থা করা হয়েছে , ভবিষ্যতে সরকার কতৃক আরো সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published.