আবারও সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ

কালের সংবাদ ডেস্কঃ  অনূর্ধ্ব-১৯ দল সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয়ে আবারও সিরিজে সমতায় ফিরলো বাংলাদেশ।

রাজশাহীতে চতুর্থ যুব ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। সফরকারীদের ১২৮ রানে বেঁধে ফেলে ২৯ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। সিরিজে টিকে থাকতে বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের জয়ের নায়ক রাফিউজ্জামান রাফি। ৭.২ ওভারের স্পেলে মাত্র ১৮ রানে পাঁচ উইকেট নেন ১৬ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার। যুব ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার পর রাফির হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টি জিতে সমতায় ফিরেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিতে ফের এগিয়ে যায় প্রোটিয়ারা। চতুর্থ ওয়ানডেতে দাপুটে জয়ে আবারো সমতায় ফিরলো বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল: ৩৫.২ ওভারে ১২৮ (প্রিটোরিয়াস ৪৩; বর্ষণ ৪-০-২১-০, রিজান ৬-০-২৪-৩, আরিফুল ৭-০-২১-০, রাফি ৭.২-১-১৮-৫, ওয়াসি ৬-১-২৩-২, মাহফুজুর ৫-১-১৬-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৯ ওভারে ১৩১/৬ (আদিল ২৫, রিজওয়ান ৫, রিজান ২২, আরিফুল ৩, নাঈম ২১, শিহাব ০, আশরাফুর ২৫*, মাহফুজুর ২৫*; অ্যাল্ডার ১০-১-৪৫-৩)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রাফিউজ্জামান রাফি
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে ২-২ এ সমতা॥

Leave a Reply

Your email address will not be published.