টেকনাফে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত

কে এম নুর মোহাম্মদ, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

শবিবার(৫ আগস্ট) বেলা ১১ টার দিকে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি দিবস
উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন। পরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবসারের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শেখ কামালের জীবনী আলোক্যের উপর আলোচনা করেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি। বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী, টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রক কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র,উপজেলা এলজিইডি প্রকৌশলী আরিফ হোসেন,টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, টেকনাফ সরকারি কলেজের সিনিয়র প্রভাষক (পরিসংখ্যান বিভিগ) অশোক কুমার চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.