বুধবারের মধ্যে ‘ স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপে তথ্য পাবেন

কালের সংবাদ ডেক্সঃ ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন।

অ্যাপটি দিয়ে ভোটের দিন দুই ঘণ্টার ব্যবধানে ভোট পড়ার তথ্য ও হার জানা যাবে। অ্যাপটির মাধ্যমে একজন ভোটার সহজে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই প্রয়োজনীয় সকল তথ্য জেনে নিতে পারবেন। আগের বছরগুলোর মতো কোনো কেন্দ্রে ভোট দিতে যাবেন তা নিয়ে যেমন জটিলতায় পড়তে হবে না, তেমনি ভোটকেন্দ্রে গিয়ে নম্বর খোঁজার বিড়ম্বনার মধ্যেও পড়বেন না।

প্রার্থীদের ডাটা আপলোড করা হচ্ছে। এ ছাড়া ভোটকেন্দ্রের গেজেট ফাইনাল হলে অ্যাপে ইনফরমেশনগুলো আপলোড করা হবে। আগামী বুধবারের মধ্যে সকল ডাটা আপলোড করা সম্ভব হবে। ফলে চলতি সপ্তাহের মধ্যে স্মার্ট অ্যাপের সকল সুবিধা পাবেন নাগরিকরা।

স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপে ডাটা আপলোডের কাজ প্রায় শেষ।

অ্যান্ড্রয়েড বা আইফোনের স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি ইন্সটল করতে হবে। এরপর নির্বাচন কমিশনের লোগো সংবলিত পেইজ আসবে। কিছুক্ষণের মধ্যে ভাষা (ইংরেজি ও বাংলা) নির্বাচন করতে বলা হবে। ভাষা নির্বাচনের পর মোবাইল নম্বর ও পছন্দমতো পাসওয়ার্ড দিয়ে ‘অ্যাকাউন্ট তৈরি’ করতে হবে।

হোম স্ক্রিন আসবে, ভোট সংক্রান্ত তথ্য দেখতে জন্ম-তারিখ ও এনআইডি নম্বর দিয়ে ‘যাচাই করুন’-এ ক্লিক করতে হবে। হোম পেইজে ভোটার নম্বর দেখাবে; একই সঙ্গে ভোট কেন্দ্রের নাম, ঠিকানা, গুগল ম্যাপে কেন্দ্রের অবস্থান দেখানোর কথা। অ্যাপে হোম, তথ্য, ফলাফল ও বিশ্লেষণ নামে চারটি মেন্যু আছে। হোম পেইজে নির্বাচনের তথ্য ও নির্বাচনী ফলাফল বাটন রয়েছে। তথ্য পেইজে এখন দেখাচ্ছে দ্বাদশ ও একাদশ সংসদ নির্বাচনের তথ্য। এ পেইজে আসনগুলোর তথ্য, এক নজরে, আইনবিধি, নিবন্ধিত দল ও নোটিশ বোর্ড বাটন থাকবে, যেখানে সকল তথ্য দুই-একদিনের মধ্যে হালনাগাদ করা হবে। আসনগুলোর তথ্যে বিভাগভিত্তিক আসন, সেই আসনের প্রার্থী পরিচিতি ও ভোটকেন্দ্রের তথ্য থাকবে। একনজরে বাটনে মোট ভোটার, নারী-পুরুষ, দল, প্রার্থী সংখ্যার তথ্য দেখা যাবে।

ভোটের হার ও ফলাফল পরিস্থিতি জানার প্রক্রিয়া সম্পর্কে ইসি’র কর্মকর্তারা জানান, ফলাফল পেইজে আসনভিত্তিক ফলাফল মিলবে। ফলাফল মেন্যুবারের আপনার আসন থেকে নির্বাচনী এলাকার ফলাফলের সংক্ষিপ্ত বিবরণী, বেসরকারি ভাবে গণনায় এগিয়ে থাকা প্রার্থীর নাম, কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ভোটের সংখ্যা দেখা যাবে। ভোটের দিন সকাল থেকে আসনভিত্তিক ভোট শুরু না হয়ে থাকলে এর আগে এ পেইজে বিজ্ঞপ্তি দেয়া হবে। সকাল ৮টা থেকে ভোট শুরু হবে। ভোট চলমান থাকলে পেইজের ভেতরে ভোট গ্রহণ চলছে দেখা যাবে। নির্দিষ্ট এলাকার ভোট গ্রহণের তথ্য ২ ঘণ্টা অন্তর অন্তর হালনাগাদ হবে।

গেজেট শেষে সেন্টারগুলোর তথ্য অ্যাপে আপলোড হবে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বৈধ প্রার্থীদের তালিকাও চূড়ান্ত হয়ে গেছে। এটাও পর্যায়ক্রমে আপলোড করা হবে। আগামী বুধবারের মধ্যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে নাগরিকরা এসব তথ্য পাবেন।

Leave a Reply

Your email address will not be published.