লাইলাতুল বরাত পালিত হবে ২৫শে ফেব্রুয়ারি দিবাগত রাতে ২৬শে ফেব্রুয়ারি সরকারি ছুটি

কালের সংবাদ ডেক্স ঃ গতকাল দেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। দেশে পবিত্র শবেবরাত লাইলাতুল বরাত পালিত হবে ২৫শে ফেব্রুয়ারি দিবাগত রাতে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত মুসলমানদের কাছে ‘সৌভাগ্যের’ রজনী হিসেবে পরিচিত। পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগিতে কাটিয়ে থাকেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার সাংবাদিকদের বলেন, রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। ১২ই ফেব্রুয়ারি থেকে শাবান মাস গণনা শুরু হবে। ১৪ই শাবান, ২৫শে ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।

২৬শে ফেব্রুয়ারি এ ছুটি পালিত হবে। বাংলাদেশে শবে বরাতের পরের দিনটি নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

Leave a Reply

Your email address will not be published.