এলোমেলো- “নিশ্চিন্তে থাকা ভালো”

এলোমেলো-
“নিশ্চিন্তে থাকা ভালো”

লেখিকা-পরী ফিরোজা

হও তুমি আর আমি,
জীবনের সময় অনেক দামী।
জীবনের সময় চলে যাচ্ছে জানি,
আমি মানি,
হেলায় হারায়ে গেছে, জীবনের বহু সময় খানি।

আর কি পাবো, এমন জীবন?
জানিনা আমার পূর্ণ, আছে কেমন?

জীবনের অনেক মানে আছে, যদিও মানুষ বুঝেনা,
অনেক সৌন্দর্য আছে, যদিও মানুষ খুঁজে দেখেনা।
কেন জানিনা ?
আমিও কিন্তু, তার থেকে আলাদা না।

ফুলের একটা পাপড়ি, অন্য একটা পাপড়ির সাথে কখনোই মিলবেনা।
একটা মানুষ আর একটা মানুষের সাথে মিলবে, সেটাও আশা করোনা।

হাজারো পাতা, একই গাছে,
প্রতিটা নকশায় গড়মিল আছে।
ইচ্ছে হলে দেখো মিলায়ে,
খুব কাছে গিয়ে।

সমুদ্রে ছোট্ট ছোট্ট ঝিনুকেই দেখো?
তোমার দুটো হাতের তালুতে রাখো,
দেখো, দেখো।
কতো অমিল নকশায় নকশায়,
এতো নকশা, পায় সে কোথায়?

জ্ঞানীদের জন্য সহজ কতো,
প্রমাণ আছে শতশত।
আসলেই সব পরিষ্কার,
যদি মানুষ করে আবিষ্কার।

 

Leave a Reply

Your email address will not be published.