কালাইয়ে নানা কর্মসূচি মধ্যে দিয়ে গুড নেইবারস এর আয়োজনে হাত ধোয়া দিবস উদযাপিত

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ সাধারণ মানুষের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি।
রবিবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বাখড়া গ্রামে অবস্থিত গুড নেইবারস এর কার্যালয়ে শিশু ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাত ধোয়ার  উপকারিতা নিয়ে সভায় আলোচনা করেন বক্তরা।
গুড নেইবারস বাংলাদেশ কালাই সিডিপি’র ম্যানেজার প্রাঞ্জলি  ম্রি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সাল নাহিদ পবিত্র। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, জিন্দারপুর ইউ’পি চেয়ারম্যান জিয়াউর রহমান, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের এফডব্লিউভি শ্রীমতী শিউলি। এ ছাড়াও সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এ সময় গুড নেইবারস কালাই সিডিপি’র মেডিকেল অফিসার ডা. অমিতাভ তালুকদার ধাপে ধাপে হাত ধোয়ার প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যা করেন।
দিবসটি উপলক্ষে একক নাটক অনুষ্ঠিত হয়। এতে ৬ জন শিক্ষার্থী  অংশগ্রহণ করেন। নাটকে সেরা তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রজনন স্বাস্থ্য সম্পর্কে কিভাবে জ্ঞানের উন্নতি ঘটানো যায় তা নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা।
সভা শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের সাবান উপহার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.