কেশবপুরে প্রচন্ড গরমে ক্ষেতের ধান বাড়িতে আনার পরেই কৃষকের মৃত্যু

শামীম আখতার (খুলনা) : যশোরের কেশবপুরে প্রচন্ড গরমের মধ্যে ক্ষেতের বোরো ধানের বিচালি বেঁধে কাঁধে করে বাড়িতে নিয়ে আসার পরেই জোহর আলী সরদার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার বড়েঙ্গা গ্রামে। 

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বড়েঙ্গা গ্রামের কৃষক জোহর আলী সরদার রবিবার সকালে বাড়ির পাশে বড় বিলে নিজ জমিতে কেটে রাখা ধানের বিচালি বাঁধতে যান। বিচালি বাঁধা শেষে কাঁধে করে একবার ধান বাড়িতে আনার পরেই পরিবারের লোকজনের নিকট পানি খেতে চান। পানি দেওয়া হলেও খাওয়ার আগেই তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন। ওইসময় পরিবারের লোকজন টের পেয়ে তাঁকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে বলে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ আলমগীর বলেন, মৃত অবস্থায় ওই কৃষককে হাসপাতালে আনা হয়েছিল। পচন্ড গরমের মধ্যে হয়তো স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হতে পারে।

মৃত্যুর বিষয়ে কৃষক জোহর আলীর ছেলে জসীম উদ্দীন বলেন, আমার পিতা মাঠ থেকে বাড়িতে ধান আনার পরেই পানি খেতে চান। পানি দেওয়া হলেও তিনি পানি খেতে পারেননি। প্রচন্ড গরমে তিনি হয়তো হিটস্ট্রোক করে মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published.