কেশবপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

শামীম আখতার (খুলনা) ঃ  যশোরের কেশবপুরে “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এবছর এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন সভাপতিত্ব করেন।

 

ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সচিব ইমরান হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা। 

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকনির্দেশনায় সদ্য স্বাধীন বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে বর্ণিত স্থানীয় শাসনের বিধানের আলোকে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষে জনসচেতনতা সৃষ্টি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে জাতীয় স্থানীয় সরকার দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে বর্তমান সরকার। দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের বন্ধন আরো দৃঢ় হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কিরণময় সরকার, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বেসরকারি সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও গ্রাম পুলিশবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.