জয়পুরহাটে জাপার এমপি প্রার্থীর বাড়ীর সামনে বিস্ফোরণ

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে জাতীয় পার্টির দলীয় মনোনীত এমপি প্রার্থী প্রফেসর ডা. এ কে এম মোয়াজ্জেম হোসেনের বাড়ির গেটের সামনে বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে পাঁচবিবির পশ্চিম বালিঘাটার বাড়ির গেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নির্বাচনের আগে বাড়ির গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে তাৎক্ষণিক পুলিশকে জানিয়েছেন তিনি। ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই পাঁচবিবি থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির এমপি প্রার্থী প্রফেসর ডা. এ কে এম মোয়াজ্জেম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাত ১০টার দিকে পরিবারসহ বাড়িতেই অবস্থান করছিলাম। হঠাৎ বাড়ির প্রধান গেটের সামনে পরপর ৩টি বিকট শব্দ শুনতে পাই। এরপর বাড়ির বাইরে গেটের সামনে এসে বারুদের গন্ধ ও ককটেলের খোসা জাতীয় কিছু দেখতে পাই। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবগত করি। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমার নিরপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানান তিনি। এ ছাড়া ঘটনার পর থেকে তিনি আতঙ্কিত নয়। তবে নির্বাচন কেন্দ্রীক এই ককটেল বিস্ফোরণ কি না সে বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি
পাঁচবিবি থানার ওসি মো. ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাইনি। পটকা ফুটাতে পারে।

Leave a Reply

Your email address will not be published.