পরিবর্তন চায় শার্শায় দ্বাদশ জাতিয় নির্বাচনে সাবেক মেয়র লিটনকে এমপি হিসাবে জয়ী করতে চায় সাধারন নাগরিকরা

নিজস্ব প্রতিনিধিঃ যশোর-৮৫ শার্শা-১ আসনে ভোটার সংখ্যা মোট ২৬৩৫৬৪ এর মধ্যে নারী ভোটার সংখ্যা রয়েছে ১.৩২০৫৫ এবং পুরুষ ভোটার সংখ্যা রয়েছে ১, ৩১,৫০৯ জন। আগামি দ্বাদশ জাতিয় নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে চলছে ভোটারদের মাঝে নানা জল্পনা কল্পনা। ২০০৮ সাল থেকে এ আসনটি ধরে রেখেছে বাংলাদেশ আওয়ামীলীগ। যদিও ২০০৮  সালের ২৯ ডিসেম্বর  নির্বাচনের পর ২০১৪ ও ২০১৮ এর নির্বাচন নিয়ে রয়েছে নানা ধরনের গুঞ্জন। ওই দুটি নির্বাচন হয়েছে ভোটার বিহীন এবং দিনের ভোট রাতে। এ ধরনের সমালোচনা ও আলোচনা নিয়ে ব্যপক গুঞ্জনের পাশাপাশি বিগত ১৫ টি বছর শার্শা প্রকৃত আওয়ামীলীগ পরিবার রয়েছে অসহায়। তারা বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার পরও মামলা হামলা অত্যাচার নির্যাতন এর শিকার বলে দাবি তুলেছে। এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে বিগত ১৫ টি বছরে বিএনপি থেকে আসা নেতাকর্মীদের। সেই সাথে এখানকার জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে খুন ও হয়েছে অনেক।

এবার দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচন উপলক্ষে এই জনপদের মানুষ নেতা পরিবর্তন চায় । এই আসনে পর পর তিনবার এমপি নির্বাচিত হয়েছে শেখ আফিল উদ্দিন। এবার এর পরিবর্তনের জন্য এই জনপদের প্রতিটি ইউনিয়ন গ্রাম মহল্লায় আলোচনা করছে এবার তারা তাদের সংসদ হিসাবে চায় যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনকে।  দ্বাদশ জাতিয় নির্বাচন উপলক্ষে শার্শা – থেকে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে দলীয় মনোনায়ন কিনেছিলেন বর্তমান সাংসদ শেখ আফিল উদ্দিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল আলম লিটন, কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুজিবুদৌল সরদার কনক। গত ২৬ নভেম্বর প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ আসনে আবারও মনোনায়ন দেন শেখ আফিল উদ্দিন কে। এতে করে শার্শার সাধারন ভোটাররা ভেঙ্গে পড়ে। তারা এ মনোনায়ন মেনে নিতে পারে না।

এ উপলক্ষে গত ২৮ নভেম্বর বেনাপোল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে শার্শা উপজেলার ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতা কর্মীরা উপস্থিত হয়। তারা দাবি তোলে যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল আলম লিটনকে সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার। কায়বা ইউপি চেয়ারম্যান বলেন শার্শার মানুষ এখন ভালো মন্দ বুঝতে শিখেছে। আশরাফুল আলম লিটন নৌকার বাইরের লোক নয়। কিন্তু তাকে নেত্রী মনোনায়ন দেননি। যাকে দলীয় মনোনায়ন দিয়েছেন তার চেয়ে দ্বীগুন ভোটের ব্যবধানের লিটন বিজয়ী হবে। একই দাবি তোলে শার্শার  পুটখালী, লক্ষনপুর, নিজামপুর ও উলাশী ইউনিয়ন এর চেয়ারম্যান মেম্বারগন।

নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, উলাশী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং শারীরীক অসুস্থতার কারনে পুটখালী ইউপি চেয়ারম্যান এর পক্ষে মোক্তার মেম্বার বলেন, আমরা শার্শার পরিবর্তন চাই। কারন এখানকার আওয়ামীলীগ নেতা কর্মীরা আজ অবহেলিত। লিটন হবে এ আসনের এমপি। তার জন্য তার একটি টাকার ও প্রয়োজন নাই। আমরা নিজেদের পয়সা খরচ করে নির্বাচন করব। মানুষ লিটনকে ভোট দিবে ভালবেসে। বেনাপোল পৌর সভার উন্নয়ন দেখে। সেলিম রেজা বিপুল বলেন আজ শার্শা সদরের কামারবাড়ি মোড় থেকে আমার নিজামপুর ইউনিয়নে যেতে মানুষের দুর্ভোগের সীমা নেই। এখানে রাস্তায় ইটের পর ইট এর তালি দিতে দিতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

নেতাকর্মীরা বলেন, আজ যাকে নৌকা প্রতীকে মনোনায়ন দিয়েছে যদি অন্য কোন দল নির্বাচন করে তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। তাই আমরা দাবি করছি প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী ও নৌকার মান সন্মান বজায় রাখতে লিটনকে নির্বাচন করতে হবে। এসময় নেতা কর্মীরা বলেন বিগত ১৫ টি বছরে শার্শার কোন উন্নয়ন হয়নি। এসময় পৌর মেয়র আশরাফুল আলম লিটন এই জনপদের প্রবেশদ্বারে তৈরী করেছেন এশিয়ার বৃহত্তর দৃষ্টি নন্দন গেট, বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল শত শত কিলোমিটার পাকা রাস্তা। আজ বেনাপোল পৌর সভার কোন নাগরিককে আর কাদায় পা দিতে হয় না।

এছাড়া পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টার, জাতিয় শহীদ মিনার, খেলার উপযোগি মাঠ, ৯ টি ওয়ার্ডে ১৮ টি কাব, পৌরসভায় চিকিৎসা সেবা কেন্দ্র। ৬০ এর উপর বয়স হলে ফ্রি চিকিৎসা ব্যবস্থা। যা ঈর্ষনীয় উন্নয়ন। এছাড়া তিনি পৌর পিতা থাকাকালে শার্শার প্রতিটি গ্রাম মহল্লায় মানুষের খোজ নিয়েছেন তার কি ভাবে কেমন আছে।
উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদকে শেখ কোরবান আলী বলেন আমার বয়স আজ ৭৪ বছর। ১৯৭০ এর নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে মাঠে কাজ করেছি। আমি একজন প্রবীন আওয়ামীলীগ কর্মী।

এই জনপদে হাতে গুনা কিছু বয়স্ক আওয়ামী কর্মী রয়েছে তার মধ্যে আমি একজন। আমাকে শেখ আফিল উদ্দিন এমপির নেতা কর্মীরা দুই দফায় জুতা পিটা পর্যন্ত করেছে। তারা কত নগন্য কত জঘন্য না হলে আমার মত একজন পিতার বয়সী লোকের গায়ে হাত দিতে পারে। তাই শার্শার জনগন আজ জেগে উঠেছে প্রকৃত আওয়ামীলীগ ঘরনার লোকদের কাছে তাদের নৌকা ফিরিয়ে দেওয়ার জন্য আশরাফুল আলম লিটনকে দ্বাদশ সংসদ নির্বাচন করতে হবে।

শার্শা উপজেলা ভাইচ চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, আজ নৌকা প্রতীক বরাদ্দের পর শার্শায় চলছে বোমা বাজি। অকথ্য ভাষায় গালাগালি। তাই আর দেরী নয় আমারা অনেকটা সময় পিছনে ফেলে এসেছি। এবার মাথায় কাফন এর কাপড় বেধে আমরা বেনাপোলের সাবেক মেয়র আশরাফুল আলম লিটনকে নির্বাচন করাবো এবং জয়ী করাবো এই আসন থেকে।

Leave a Reply

Your email address will not be published.