মহান স্বাধীনতা দিবসে জন জোট (people’s alliance) এর কমিটি ঘোষণা

মার্চেন্ডাইজার মাহবুব শামীম, কেন্দ্রীয় সমন্বয়ক :  ২৬ মার্চ ২০২৪ রোজ মঙ্গলবার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানস্বাধীনতা স্তম্বের পাদদেশে মহান  মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিটনীরবতা পালন দোয়া শেষেজন জোট (people’s alliance)এরসমন্বয় কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সাংবাদিক খন্দকার মোহাম্মদ সী উদ্দিন।

প্রধান সমন্বয়ক হিসেবে নাম ঘোষণা করা হয় কোটা সংস্কার ৩৫আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফার্মাসিস্ট মুজাম্মেল মিয়াজীকে কেন্দ্রীয়সমন্বয়ক হিসাবে যাদের নাম ঘোষণা করা হয়, তারা হলেন

কেন্দ্রীয় সমন্বয়ক

) মার্চেন্ডাইজার মাহবুব শামীম

এ্যাড.সুনিয়া চৌধুরী

প্রভাষক মুজাহিদ কবির

প্রভাষক সুরাইয়া ইয়াসমিন

মেহেদী হাসান

রেশমা আক্তার

শাহিন ফাহিম

নাজিম উদ্দীন

ছাত্র  বিষয়ক সমন্বয়ক

মোঃ মোশাররফ হোসেন

মোঃ ইউসুফ

সহ সমন্বয়ক

মোঃ হায়দার

দেলোয়ার হোসেন

মিজবাহ্ উদ্দিন সারোয়ার

মোঃ আবদুল হাই

এ্যাড মোঃ সজীব

মোঃ সাইফুল ইসলাম

শ্রমিক বিষয়ক সমন্বয়ক

মোফাজ্জল হোসেন

মোঃ স্বপন আলী

মোঃ মাহবুব হোসেন

মোঃ জাহাঙ্গীর আলম

সদস্য

মোঃ আরিফ

লুচি আক্তার

রচি আনাম

তরিকুল ইসলাম আল মামুন

প্রধান সমন্বয়ক ফার্মাসিস্ট মুজাম্মেল মিয়াজী বলেন, আমরা এখনোপ্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারেনি ক্ষমতাশসীনদের হাতে জনগণজিম্মি হয়ে আছে স্বাধীনতার ৫২ বছর পরেও দেশ আজ খাদ্য, চিকিৎসা, শিক্ষা, শাসন ব্যবস্থা আইনসহ সর্ব ক্ষেত্রে অনিরাপদ সাধারণ মানুষ আজ হতাশাগ্রস্ত বিচ্ছিন্ন সাধারণ জনতার ঐক্যবদ্ধহওয়ার লড়াইয়ে কাজ করবে জন জোট তথা পিপলস এলায়েন্স মিয়াজী আরো বলেন, অন্যায়ের বিরুদ্ধে জনতার পক্ষে কাজ করারঅঙ্গীকারবদ্ধ হয়েছি আমরা

কেন্দ্রীয় সমন্বয়ক মার্চেন্ডাইজার মাহবুব শামীম বলেন, বিরাজমানরাজনৈতিক পরিস্থিতিতে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়অধিষ্ঠিত সরকারের বিরুদ্ধে আন্দোলন গোড়ে তোলার জন্য সাধারণজনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গঠিতহয়েছে জন জোটপিপলস এলায়েন্স

স্বাধীনতা দিবসের সফলতা কামনা করে আরো বক্তব্য রাখেনপ্রভাষকমুজাহিদ কবির, মেজবাহ উদ্দিন সারোয়ার, মোঃ স্বপন আলী, মোঃদুলাল মিয়া,তরিকুল ইসলাম মামুন, মাওলানা মাহবুব, মোফাজ্জলহাসান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

দেশের কল্যাণ কামনা করে শহীদদের জন্য জাতীয় মসজিদ বায়তুলমোকাররমে দোয়া প্রার্থনা করা হয়

Leave a Reply

Your email address will not be published.