শার্শা উপজেলায় ২৪ জানুয়ারী নতুন নেতৃত্বের জন্য বিএনপির ৪ পদে ১০ প্রার্থী নির্বাচন

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: আগামী ২৪ জানুয়ারী শার্শা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের উপজেলা কমিটির শীর্ষ চার পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে প্রার্থীরা। শার্শার ১১ টি ইউনিয়ন ও একটি পৌর সভা নিয়ে গঠিত উপজেলা । নতুন কমিটি নির্বাচনে উপজেলায় ভোটার সংখ্যা ৮৫২ জন।

এ নির্বাচনকে কেন্দ্র করে র্শ্শাার বিএনপির সাধারন সদস্যদের মাঝে উৎসাহ উদ্দিপনা কাজ করছে। ভোটাররা তাদের উপজেলার নতুন নেতৃত্ব বেছে নিবে বলে আশা প্রকাশ করছে।

জেলা বিএনপি কার্যালয়ে গত ২০ জানুয়ারী সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর কাছে  ৪টি পদে ১০ জন মনোনায়ন জমা দিয়েছে।

মনোনয়ন জমাদানকরিরা হলেন, সভাপতি পদে আলহাজ্ব খায়রুজ্জামান মধু, নুরুজ্জামান লিটন, রুহুল কুদ্দুস সাধারন সম্পাদক পদে আবুল হাসান জহির, মোস্তফা কামাল মিন্টু, কুদ্দুস আলী, এবং সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন, আব্দুর রউফ মন্টু ও তাজ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published.