সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতি মুক্ত শার্শা গড়তে দ্বাদশ জতিয় সংসদ নির্বাচন উপলক্ষে ৮৫ যশোর শার্শা-১ ভোট চাইলেন ট্রাক প্রতীকের

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধিঃ সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতি মুক্ত শার্শা গড়তে দ্বাদশ জতিয় সংসদ নির্বাচন উপলক্ষে  ৮৫ যশোর শার্শা ১ আসনের সতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের পক্ষে ভোট চাইলেন সাধারন মানুষ। মঙ্গলবার বিকালে শার্শার উলাশী ও বাঁগআঁচড়া ইউনিয়ন এর বাজারে এবং গ্রামে সতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের গনসংযোগে তার সমর্থকরা  এ ভাবে জনগনের কাছে ভোট চাইলেন। এসময় বাজার গুলোর সাধারন মানুষ মাথা নেড়ে সায় দেন।

উপজেলার হাড়িখালী সামটা ও উলাশী বাজারে ভোট চাওয়ার সময় সাধারন ভোটাররা বাড়ি থেকে বের হয়ে এসে বিগত ১৫ বছরের অবসান ঘটানোর জন্য ট্রাক প্রতীকের পক্ষে ভোট চাইলেন। এসময় যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সামটা বাজারে সংক্ষিপ্ত এক বক্তব্য বলেন, আগামি দিনের শার্শা হবে স্বস্তি, শান্তি ও উন্নয়নের। আপনারা বিগত ১৫ টি বছর যে ভাবে জিম্মি দশায় রয়েছেন এ থেকে আগামি ৭ তারিখে মুক্ত হবেন । এবার শার্শায় নতুন একটি ইতিহাসের সৃষ্টি হবে। যে ইতিহাস রচনা করবে এই জনপদের সাধারন ভোটাররা।

আশরাফুল আলম লিটন বলেন, আমরা শার্শায় আর কোন মায়ের কোল খালি দেখতে চাই না। আর কোন বোনকে বিধবা হতে দেখতে চাই না। বিগত এই জনপদে প্রায় ৭২ জন বাংলাদেশ আওয়ামীলীগের নেতা কর্মী খুন হয়েছে। এর মদদ কে বা কারা দিয়েছে তা আপনারা জানেন। আপনারা জানেন এসব খুনের খুনীদের পক্ষ কারা নিয়েছে। আজও এসব পরিবার তাদের বিচার না পেয়ে শার্শার পরিবর্তন চায়। আর সেই পরিবর্তনে  শার্শা হবে স্বস্তি শান্তি ও উন্নয়ন। আমার কাছে কেউ আলাদা নয়।শার্শার  সকল মানুষ হবে আমার কাছে সমান। তবে কেউ যদি আমার সংস্পর্শে থেকে অন্যায় জুলূম বা মানুষকে আঘাত করতে চায় আমি তার পক্ষে নই। আমি এসব অত্যাচারিদের বিপক্ষে।

গনসংযোগ এর পর উলাশী বাজারে একটি বিশাল র‌্যালি হয় সন্ধ্যা সাড়ে ৬ টার সময়।

Leave a Reply

Your email address will not be published.