“অধরা সন্ধ্যা”

“অধরা সন্ধ্যা”

কবি-সুরাইয়া নাসরিন

তুমি সেদিন ছিলে দাঁড়িয়ে,
আমার বাতায়ন পাশে।
আমি ছিলাম সেদিন আনমনে ,
মন ভিজিয়েছিলাম বিরহ অনলে;
বৃষ্টির ফোটা জমে চোখের কোণে,
তোমায় পাইনি দেখিতে পোড়া এ নয়নে।

যদি হতো দেখা তোমার সনে,
মনটা মরতো না বিরহে পুড়ে;
হতাম আমি সুখ সন্ন্যাসীনি,
কবি তোমার কবিতার চরণে।

আমি দেখিনি তোমায় পোড়া এ নয়নে,
তুমি এসেছিলে শূন্য এ বুকে।

অধরা সন্ধ্যায় তুমি এসেছিলে ,
বিদায় জানাতে প্রেয়সীরে;
আমার খোলা বাতায়ন পাশে।

আমি যে ছিলাম আনমনে,
দিতে পারিনি বিদায় তোমারে;
না পারা ব্যর্থতার অনলে,
পুড়ি আমি বিরহে নিরলে।

দেখিতে পাইনি পোড়া এ নয়নে,
অসীমের মাঝে শূন্যতা বিদারী;
তুমি এসেছিলে মোর গৃহ কোণে।

অপূর্ণতারে করিতে বিদায় নিমেষে,
তুমি এসেছিলে এ মনের সন্নিকটে;
হারানো হিয়ার ঝরা ফুল পথে।

সখা, তোমার যাওয়ার পথে,
গোলাপ রেনু কেঁদে কহে;
ওহে, ফেরারী পথিক এসো ফিরে বারে,
বিরহিনীর এ শুন্য হিয়ার মাঝে।

সবুজ টিয়া তুই অবুঝ হৃদয়ে,
বিরহ মেখে তোর ঐ কোমল অঙ্গে;
গেলি চলে মান করে,
অভিমানের ডালি সাজিয়ে রেখে।

আমি পারি না বইতে বিরহের বোঝা,
ওহে কবি তুই আয় ফিরে অধরা সন্ধ্যা বেলা।

আবার রচিব মোরা প্রেমের কবিতা ,
তোরই নামে উৎসর্গীয়া;
বিরহী বাতাস করে নিত্য খেলা
আমি আছি তোর পথ চাইয়া।

Leave a Reply

Your email address will not be published.