“এক পশলা বৃষ্টি চাই”

কবি-গুলজার রহমান

“এক পশলা বৃষ্টি চাই”

বিষণ্ণ রুক্ষতার মাঝে
প্রসন্ন এক পশলা বৃষ্টি
তৃষ্ণার্ত প্রাণীর কণ্ঠে
যেন অমৃতের চেয়ে মিষ্টি

বালা হীন বৃষ্টির অভাবে
সৃষ্টি কূলে প্রাণী কাঁদে
মাঠঘাট খালবিল চৌচির
রবিবারের প্রচণ্ড খরতাপে।

নিরূপায় অসহায় সৃজন
তৃষ্ণায় কাতর কষ্টে হায়!
বৃষ্টি নাই বৃষ্টি চাই–
তোমার রহমত বিনা নিরুপায়।

ঝড় তুফান শীলা বিহীন
শান্তির স্বর্গীয় বৃষ্টি সুধা!
আশাহত পিয়াসীদের মিটায়
আসা ভরসা ও মনের ক্ষুধা।

রহমতের বারিধারায় সিক্ত করো
ক্ষমা করো পাপীর ক্ষীণ প্রাণ
ক্ষমা চেয়েও আবার করি ভুল
ক্ষমা বিনা জীবন যে ম্রিয়মাণ।

জমিনে বৃক্ষ পশু-পাখি কাঁদে
কাঁদে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ,
গজব বিহীন বৃষ্টি পেতে
সৃষ্টি কূল যে আজ বেহুঁশ।

Leave a Reply

Your email address will not be published.