ফলকন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ওয়াশরুম ও টয়লেটের বেহাল দশা স্বাস্থ্য ঝুকিতে ৩৫০ ছাত্র-ছাত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার কমলনগরের চর ফলকন ইউনিয়নে ফলকন উচ্চ বিদ্যালয়ের ২০২০-২১ অর্থ বছরে নির্মানাধীন নতুন ভবনের সব কয়টি ওয়াশরুম ও টয়লেট নিয়মিত পরিষ্কার না রাখায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল তথ্যসূত্রে জানা যায় স্কুলে বর্তমানে প্রায় ৩৫০জন ছাত্রছাত্রী রয়েছে । ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ ব্যবহার অনুপযোগী হওয়ায় তারা কেউ নতুন ভবনের ওয়াশরুম ও টয়লেট ব্যবহার করতে পারছেনা। এ ছাড়া প্রতিটি শ্রেণিকক্ষ অপরিষ্কার থাকায় ছাত্রছাত্রীগন নানাবিধ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে ।

কমলনগর উপজেলা মাধ্যমিক কর্মকর্তার পদটি শুন্য থাকায় জেলা মাধ্যমিক কর্মকর্তার মুঠো ফোনে কল দিয়ে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জেলাপ্রশাসক মহোদয়ের মাসিক সভায় বিষয়টি তুলে ধরবেন বলে জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বর্তমান চর ফলকল ইউনয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন বাঘা এবং প্রধান শিক্ষককে জরুরি ব্যবস্থা গ্রহনের তাগিদ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.