২০২৪ সালে ৬ষ্ঠ, ৮ম এবং ৯ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিষ্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)ঃ  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর আওতাধীন অনুমোদিত ও স্বীকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠানে (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) ২০২৪ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৮ম এবং ৯ম (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিষ্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি আগামী ১৫/০১/২০২৫ ইং তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
০১/০১/২০২৫ ইং তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলি কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর আওতাধীন অনুমোদিত ও স্বীকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠানে (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) ২০২৪ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৮ম এবং ৯ম (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম ইতোপূর্বে শেষ হয়েছে। কিন্তু কিছু কিছু শিক্ষার্থী পূর্ব নির্ধারিত সময়সীমার মধ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেনি। তাই বাদপড়া শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ বিবেচনায় অনলাইনে রেজিষ্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.