যুক্তরাষ্ট্রের নাগরিক হলে ৫% আন্তর্জাতিক রেমিট্যান্স পাঠাতে এই নিয়ম প্রযোজ্য হবে না

আন্তর্জাতিক ডেক্সঃ ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ নামে নতুন আইন প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ৫ শতাংশ হারে কর দিতে হবে।

বিলটি পাস হলে আন্তর্জাতিক রেমিট্যান্সের ওপর এই কর আরোপ হবে। আওতায় পড়বেন যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন অথচ কাজ বা ব্যবসা সূত্রে সেদেশে থাকেন, তারাসহ এইচ-১বি ভিসা, এফ-১ ভিসাধারী এমনকি গ্রিনকার্ডধারীরাওএবং করের ক্ষেত্রে কোনও ছাড় সীমা উল্লেখ নাই।

তবে কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক হলে তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

আমেরিকার নাগরিক নন, এমন ব্যক্তিরা যারা নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে থাকেন পরিবারের ব্যয় মেটাতে বা বিনিয়োগের জন্য তারা আগের মতো পুরো অর্থ পৌঁছে দিতে চাইলে তখন খরচ করতে হবে বাড়তি ৫% ডলার।

যুক্তরাষ্ট্র থেকে অর্থ উপার্জন করে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাঠানোর কারণে দেশ থেকে অর্থ বাইরে চলে যাচ্ছে।

এই প্রবাহ বন্ধ করা এবং অভ্যন্তরীন রাজস্ব বাড়াতে রেমিট্যান্সে কর বসানো দরকার মনেকরে করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *