অবৈধ পার্কিংয়ে রমরমা বাণিজ্য

মোঃ রাসেল হোসেন, উত্তরা, ঢাকা : রাজধানীর উত্তরায় রাজউকের খালি জায়গা দখল করে চলছে রমরমা পার্কিং বাণিজ্য। উত্তরা খালপাড় ব্রিজ থেকে পশ্চিম দিকে ডিয়াবাড়ি ফায়ার সার্ভিস অফিস পর্যন্ত রাস্তার দুপাশে গড়ে উঠেছে ট্রাক স্ট্যান্ড এবং বাজার । যেখানে প্রতিদিন শত শত ট্রাক,কাভার্ড ভ্যান পার্কিং করে থাকে। পার্কিংয়ের বিনিময়ে লক্ষ লক্ষ টাকার চাঁদা তুলে এক ধরনের অসাধু মহল। এছাড়াও অটোমোবাইল ব্যসায়ীরা রাজউকের খালি জায়গা দখল করে গড়ে তুলেছে তাদের কারের পার্কিং। এ বিষয়ে ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানায় পার্কিংয়ের জন্য তারা একটি মহলকে টাকা দেয়।  কাদেরকে টাকা দেয় এই বিষয়ে  প্রশ্ন করলে তারা নাম প্রকাশের অনিচ্ছা জ্ঞাপন করে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায় ,ট্রাক পার্কিংকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাদকের ব্যাপক একটি বাজার। যেটি হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয় স্থান।
এছাড়াও ট্রাক স্ট্যান্ডের বিপরীত পাশে রুপায়ন সিটি উত্তরার সামনে গড়ে উঠেছে বাজার ।বেআইনিভাবে রাজউকে জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে এই বাজার। এই বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখবেন এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
এই বিষয়ে ডিএমপি ট্রাফিক বিভাগ (উত্তর) সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু হাজ্জাজ এর নিকট জানতে চাইলে তিনি বলেন ,আমরা যানজট নিরসনে আইল্যান্ডের উপরে থাকা দোকানপাট সরিয়ে দিয়েছি। ট্রাক রাখার জায়গাটি রাজউকে তাই ব্যবস্থা নিবেন রাজউক কর্তৃপক্ষ।
এ বিষয়ে রাজউকের পিডি হাফিজুর ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ সকল কাজে রাজউকের কর্মকর্তা জড়িত থাকার কথা তিনি শুনেছেন তবে কোন কোন কর্মকর্তা জড়িত আছেন তা সুনির্দিষ্ট করে জানতে পারে নাই তবে তথ্য প্রমান সহ  জড়িত থাকার কথা জানা মাত্রই আইনি ব্যবস্থা নেবেন

Leave a Reply

Your email address will not be published.