আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার চেয়ে বেনাপোলে মানববন্ধন

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: মাগুরার মেয়ে আছিয়ার ধর্ষণের ঘটনায় অভিযুক্তের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বেনাপোলে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবার।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে বেনাপোল হাইস্কুলের  সামনে সংগঠনটির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে দেশে ধর্ষণের ঘটনা প্রতিরোধে আইনি ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন , যশোররিয়ান ব্লাড ফাউন্ডেশনর পরিচালক আব্দুর রহমান সুমন,ডেনেশন সোসাইটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাব্বি হোসেন টিম মানবতার প্রতিষ্ঠাতা মামুন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে ধর্ষণের মতো ন্যক্কারজনক অপরাধের েেত্র কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে সমাজে এমন ঘটনা ঘটতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *