আজ মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র শবে বরাত

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ জেলা  প্রতিনিধি : মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন।
তাই আল্লাহ্ তালা যেনো আমাদের সকলের আশা পূর্রণ করেন এবং রাসূল (সাঃ)এর দেখিয়ে ও শিখিয়ে যাওয়া পথে ও মতে চলার তৌফিক দান করেন।
সবাইকে শবে বরাতের মোবারকবাদ ও শুভেচ্ছা।
শবে বরাত সমাগত।
শবে বারাত সম্পর্কে আমাদের এই উপমহাদেশের মুসলিমদের মধ্যে তিনটি মিথ প্রচলিত আছেঃ
এটি ভাগ্য রজনী অর্থাৎ এই রাতে ভাগ্য নির্ধারিত হয়।
এই রাতে হালুয়া খাওয়া এবং খাওয়ানো সুন্নাহ।
এই রাত রাত আল্লাহ্‌র ক্ষমা প্রাপ্তির রাত।
হিজরী শা’বান মাসের ১৫ তারিখ রাত আমরা শবে বরাত হিসাবে উজ্জাপন করি-চন্দ্রমাসে দিন বদলায় সন্ধ্যায়।
 তারমানে খুব সম্ভবত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশে শা’বান মাসের ১৫ তারিখের শুরু এবং ২৬ ফেব্রুয়ারি ১৫ তারিখের দিন।
 রাসুলাল্লাহ (সাঃ) এর কোন হাদিসে শবে বরাত কথাটার উল্লেখ নেই খুব স্বাভাবিক ভাবেই।
কারন শব্দটা আরবী নয়। এই রাত সম্পর্কে যা রেফারেন্স আছে তাতে এই রাতকে বলা হয়েছে লাইলাতুল নিস্ফ মিন শা’বান বা শা’বানের মধ্য রজনী।
 (মানুষকে) সতর্ককারী।
এ রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়।

Leave a Reply

Your email address will not be published.