আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত গণহত্যার

কালের সংবাদ ডেস্কঃ আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী। একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে বর্বরোচিত গণহত্যা চালিয়েছে। জাতিসংঘসহ বিশ্ববাসীর কাছে এ স্বীকৃতির আবেদন করেছেন তিনি। তিনি বলেন, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হোক সেটাই আমরা চাই। শেখ হাসিনা গতকাল সকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে সূচনা বক্তব্য দিতে গিয়ে ২৫ মার্চ থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের ৯ মাস ধরে হানাদার পাকিস্তানি বাহিনী বাঙালি জনগোষ্ঠীর ওপর ধ্বংসযজ্ঞ চালায় তার বর্ণনা দিয়ে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যে হত্যাকাণ্ড চালিয়েছিল, আন্তর্জাতিকভাবে তার জন্য একটা স্বীকৃতি আদায় প্রয়োজন।

জাতিসংঘসহ বিশ্বের সবার কাছে এই আবেদন করব যে সে সময় যেভাবে তারা নিরস্ত্র বাঙালির ওপর অত্যাচার-নির্যাতন করেছিল তার স্বীকৃতি যেন পায় বাংলাদেশ। শেখ হাসিনা বলেন, সাড়ে ৭ কোটি মানুষের মধ্যে ৩ কোটি মানুষ ছিল গৃহহারা। ১ কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নেয়। রাস্তায় রাস্তায় সব লাশ পড়েছিল।

ঐ লাশ শিয়াল, কুকুর খেয়েছে, সেটা মানুষ দেখেছে। মেয়েদের ওপর পাশবিক অত্যাচার, ধরে নিয়ে ক্যাম্পে জঘন্য অত্যাচার করেছে। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সেই সময় (১৯৭১ সালের ২৫ মার্চ) তারা (পাক-হানাদার বাহিনী) নিরস্ত্র বাঙালির ওপর, ঘুমন্ত মানুষের ওপর গুলি চালায়, হামলা চালায়, বীভৎসভাবে দিনের পর দিন, দীর্ঘ ৯ মাস হত্যাকাণ্ড চালিয়েছিল, ৩০ লাখ মানুষ শহীদ হয়, ৩ লাখ মানুষ গৃহহারা হয়, সব ঘরবাড়ি পুড়িয়ে ছারখার করে দেয়। দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, শহীদের রক্ত বৃথা যায় না।

এখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লাখো শহীদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে এটাই আমাদের অঙ্গীকার। আমাদের দুর্ভাগ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, আবুল হাসানাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, রশিদুল আলম, ডা. দীপু মনি, আবদুস সোবহান গোলাপ।

এ ছাড়াও দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.