আমাই গবেষণা বৃত্তি প্রদানের জন্য চূড়ান্ত মনোনয়ন প্রদান

ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার)ঃ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) কর্তৃক প্রণীত ফেলোশিপ গবেষণার বিদ্যমান শর্তানুযায়ী ২০২৪- ২০২৫ অর্থবছরে ফেলোশিপ গবেষণাকর্ম সম্পাদনের লক্ষ্যে গবেষণা বৃত্তি প্রদানের নিমিত্তে গবেষকগণকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) এর উপপরিচালক (গবেষণা) শারমিন জাহান শিমুল কর্তৃক স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য জানা যায়।
মনোনয়নপ্রাপ্ত গবেষকগণ ও তাঁদের গবেষণার শিরোনাম হলো: (১) ড. গোলাম রাব্বানী, অধ্যাপক, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, গবেষণার শিরোনাম: Language and Culture of the Tripura Community in Bangladesh: Problems and Prospects; (২) ড. লুৎফর রহমান, অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গবেষণার শিরোনাম: ব্রম্মপুত্র অববাহিকার ভাঙনপ্রবণ অঞ্চলের ঔপভাষিক বৈচিত্র্য: একটি সমাজতাত্ত্বিক পর্যালোচনা; (৩) ড. সিকদার মনোয়ার মুর্শেদ, অধ্যাপক, ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গবেষণার শিরোনাম: The Inclusion of Santali Community for the Basic Oral Language Documentation (BOLD): Creating a BOLD Based Database; (৪) ড. এসএম আরিফ মাহমুদ, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গবেষণার শিরোনাম: Documentation of the Languages of Munda and Muhali Communities of the Barind Region of Bangladesh; (৫) ড. সুলতান মাহমুদ ভুঁইয়া, পরিচালক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, গবেষণার শিরোনাম: শিক্ষা শব্দাবলী সংকলন ও সম্পাদনা; (৬) ড. আব্দুল্লাহ আল মাসুম, সহকারী অধ্যাপক, ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, গবেষণার শিরোনাম: Development of a Bilingual (Bangla- English) Medical Terminology and Symptom Database Incorporating Regional Language Variation in Sylhet; (৭) ড. মনসুর আহমেদ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; (৮) ড. মো: খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, দারুল ইসলাম ফাজিল মাদ্রাসা, ঢাকা, গবেষণার শিরোনাম: Investigating the Teaching of English Writing and Speaking Skills to the Fazil Pass Course Students in Bangladesh।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪- ২০২৫ অর্থবছরের  বাজেটের আওতায় আমাই ফেলোশিপ গবেষণা ক্যাটাগরিতে ৯টি শর্তসাপেক্ষে গবেষণা বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে। শর্তগুলো হলো: (১) যোগদানের সময় গবেষককে আমাই কর্তৃক প্রণীত চুক্তিনামা (সংযোজনী-৪ক) অনুযায়ী দ্বিপক্ষীয়ভাবে আমাই (প্রথম পক্ষ) ও গবেষক (দ্বিতীয় পক্ষ) এর মধ্যে তিনশত টাকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র এবং জামানতনামা সম্পাদন করতে হবে; (২) গবেষককে গবেষণা শেষে Dissertation/Thesis এর সাথে একটি Soft কপি পিডিএফ ফরমেট আকারে আমাই গবেষণা শাখায় জমা দিতে হবে; (৩) স্টাডি প্ল্যান, গবেষণা শিরোনাম বা সুপারভাইজার পরিবর্তনের প্রয়োজন হলে আমাই গবেষণা শাখা হতে পূর্বানুমতি গ্রহণ করতে হবে; (৪) আমাই এর অনুমতি ব্যতিরেকে গবেষক ও গবেষণা কাজের জন্য অন্য কোন সংস্থা বা সূত্র থেকে আর্থিক অনুদান বা বৃত্তি গ্রহণ ভোগ করতে পারবেন না; (৫) গবেষককে নির্দিষ্ট সময়ে রিপোর্ট জমা দিতে হবে। সেই সাথে কমপক্ষে ০১টি Peer-Reviewed Journal Paper অথবা Conference Paper (Index Preferably) অবশ্যই প্রকাশ করতে হবে। অন্যথায় গবেষণা নীতিমালা ২০২২ এর নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে; (৬) গবেষককে এক মাসের বেশি সময়ের জন্য বিদেশে যেতে হলে আমাই এর গবেষণা শাখা হতে পূর্বানুমতি প্রয়োজন হবে; (৭) ফেলোশিপ গবেষণার জন্য আর্থিক মঞ্জুরী ০৩ কিস্তিতে প্রদান করা হবে। প্রথম কিস্তি (৪০%) গবেষণা কাজের অগ্রগতি সংক্রান্ত প্রথম সেমিনার প্রদানের পরে, দ্বিতীয় কিস্তি (৩০%) মধ্যবর্তী সময়ের সেমিনার প্রদানের শেষে এবং অবশিষ্ট কিস্তি সর্বশেষ সেমিনারের ভিত্তিতে (৩০%) চূড়ান্ত রিপোর্ট/অভিসন্দর্ভ জমাদান ও বহির্মূল্যায়নকারী কর্তৃক মূল্যায়ন রিপোর্ট প্রাপ্তির পর প্রদান করা হবে। গবেষণা মঞ্জুরী বরাদ্দ দানের নিমিত্ত প্রয়োজনীয় কাগজপত্র গবেষক জমা দিতে বাধ্য থাকবেন; (৮) ফেলোশিপ গবেষণার ক্ষেত্রে প্রথম কিস্তির (দ্বিতীয় বা সকল কিস্তিসহ) অর্থ হতে সর্বোচ্চ ৫০% অর্থ গবেষণা কাজে ব্যয় করতে হবে। সেমিনারসমূহ এবং সংশ্লিষ্ট যাবতীয় ব্যয় আমাই এর গবেষণা খাত/উপখাত হতে নির্বাহ করা হবে এবং এই সংক্রান্ত সম্মানী ও যাবতীয় ব্যয় সমন্বয়পূর্বক অর্থ শাখা হতে অবশিষ্ট অর্থ ছাড় করা হবে। গবেষণার শুরুতে ফেলোশিপ গবেষণার গবেষক আমাই গবেষণা নীতিমালা ২০২২ এর উপানুচ্ছেদ ৫.৬ এর আলোকে খাত-উপখাতসহ বাজেট বিভাজন পূর্বক গবেষণাকর্মের ০৩ প্রস্থ সম্ভাব্য গবেষণা বাজেট প্রস্তুত পূর্বক আমাই এর গবেষণা শাখায় জমা দিবেন; (৯) গবেষকগণ আমাই গবেষণা শাখায় যেকোন যোগাযোগের ক্ষেত্রে যোগদানপত্রে প্রাপ্ত স্মারক নম্বর অবশ্যই উল্লেখ করবেন;
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, উল্লেখিত শর্তাবলী মেনে আমাই ফেলোশিপ এ যোগদান করতে সম্মত থাকলে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপপরিচালক, গবেষণা অনুবিভাগ, আমাই বরাবর যোগদানপত্র দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.