ওবাইদুল হক, স্টাফ রিপোর্টার ঃ চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানাধীন ইডেন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ কে ০১/০১/২০২১ ইং তারিখ থেকে ৩১/১২/২০২৫ ইং তারিখ পর্যন্ত ০৫ (পাঁচ) বছরের জন্য নিম্ন মাধ্যমিক পর্যায়ে (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত) পাঠদানের প্রাথমিক অনুমতি প্রদান করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলি কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টের ৬৯৫২/২৪ নং রিট পিটিশনের রায়ের আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের ২৮/১০/২০২৪ ইং তারিখের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ০৭ টি শর্তে পাঠদানের এ অনুমতি প্রদান করা হয়। শর্তসমূহ হলো: (১) নিয়োগকৃত শিক্ষক/কর্মচারীদের বেতন ভাতাদি প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল হতে পরিশোধ হবে। (২) অঙ্গীকারনামা অনুযায়ী সরকারের নিকট কখনো আর্থিক অনুদান দাবি করা যাবে না। (৩) ০৩ (তিন) বছরের জন্য পাঠদানের উক্ত অনুমতিকে কোন অবস্থাতেই স্বীকৃতি হিসেবে গণ্য করা যাবে না। (৪) আগামী ০৬ (ছয়) মাসের মধ্যে বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ করে বোর্ডকে অবহিত করতে হবে। (৫) কাম্য সংখ্যক শিক্ষার্থী ভর্তির উদ্যোগ গ্রহণ করতে হবে। (৬) এই অনুমতি পত্র ইস্যুর ০১ (এক) মাসের মধ্যে কার্যনির্বাহী কমিটি গঠন পূর্বক বোর্ড কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করতে হবে। (৭) বোর্ড কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া সংরক্ষিত তহবিলে রক্ষিত অর্থ ভাঙ্গানো বা প্রত্যাহার করা যাবে না।