কবিতা- সুনয়না-নিলাঞ্জনা!

কবি– গুলজার রহমান

কবিতা- সুনয়না-নিলাঞ্জনা!

সুনয়না নিলাঞ্জনা
নিরবেতে আনমনা —!
একা বসে কি করছো?
বৃষ্টি ঝরা বাদলা দিনে
কার আল্পনা আঁকছো?

অমলিন হাসি দীপ্তূ প্রাণে
আকণ্ঠেতে সু মধুর তানে
মোবাইল চ্যাটিং এ তে
কার কথা লিখছো !
বৃষ্টি ঝরা বাদলা দিনে
কার আল্পনা আঁকছো?

দরদে ভরা সর্বাঙ্গে তোমার
অপরূপার অনন্য সম্ভার
ভালোবাসার তনু মনে
কার কথা ভাবছো?
বৃষ্টি ঝরা বাদলা দিনে
কার আল্পনা আঁকছো?

দৃষ্টি কাড়া সু-সৃষ্টিতে
মাধুরী মিশানো সুরেতে
ভালো লাগার আবির ছড়িয়ে
বাতায়নে,কার পানে চেয়েছো?
বৃষ্টি ঝরা বাদলা দিনে
কার আল্পনা আঁকছো?।

Leave a Reply

Your email address will not be published.