কবিতা [স্বপ্নের রকেট] , সফিউল্লাহ আনসারী 

স্বপ্নের রকেট 
                                     সফিউল্লাহ আনসারী 
মহাশূন্যে বিলীন রাতের নীরবতা
অন্তিম রহস্য ভেদ করে ছুটে
স্বপ্নের রকেট; অবজ্ঞার আঁধার
গোপন করে রাখে নীল বেদনা।
মেঘগুলো বৃষ্টি হলো
বৃষ্টিরা জল হয়ে ফিরে যায়
উঠোন হয়ে বিদঘুটে জলাধারে
অমৃত কল্পনা পড়ে থাকে আধপচা
ঘাসের গা জড়িয়ে ; নিয়তি এক
লাভাস্রোত সময়ের দাস..!
গলতে গলতে আয়ু পার করে
বেহিসেবী মন মানে না বাঁধ,
নির্মাণ শ্রমিকের জীবনে জড়ায়
শব্দের মিছিল নিষ্ক্রিয় নিরবধি…!

Leave a Reply

Your email address will not be published.