কালাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা  প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে(২৯ শে জানুয়ারী) সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মাঝে ইংরেজীতে কথা বলার বিষয়ে উৎসাহ প্রদান বিষয়ক ২৯ ও ৩০ শে জানুয়ারী (দুই দিন ব্যাপী) প্রশিক্ষণের উদ্বোধন করেন, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। উদ্বোধনের পর উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে ইংরেজীতে কথা বলার বিষয়ে প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন। উপজেলা ইউ আর সি, এম.এ মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ অরুণ চন্দ্র রায়, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ হাসান আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান ও আব্দুল্লাহ্ আল মামুন, কালাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম (মঞ্জু) ও সহকারী শিক্ষক রেজাউল হক, মধুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, ব্যাচখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক। সার্বিক সহযোগিতায় ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার।

Leave a Reply

Your email address will not be published.