কালাইয়ে তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি

কালাই জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে কালাই উপজেলায়  দীর্ঘ এক মাস তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে। এ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার সহ বৃষ্টি হয়েছে।
শনিবার(৪মে) বিকেলে ৪ টা ১০ থেকে ৪ টা ৩৫ পর্যন্ত বৃষ্টি স্থায়ী ছিল।
কালাই এক সপ্তাহে সর্ব্বোচ্চ ৩৬ থেকে ৪০.২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠানামা করেছে।
চলমান তীব্র তাপদাহের কারণে প্রচন্ড গরম আবহাওয়া প্রবাহিত হয়েছে। ফলে মানব ও প্রাণিকুলের চলাচলে জীবন অতিষ্ট হয়ে পড়েছিল। তাপদাহ থেকে রক্ষা পেতে কালাইয়ে  বৃষ্টির প্রত্যাশায় উপজেলার  বিভিন্ন স্থানে নামাজ আদায় করা হয়েছে।
হাতিয়ার কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, অবশেষে বহুকাঙ্খিত বৃষ্টি ঝড়েছে জয়পুরহাটে। আজ বিকেল চারটার কিছু পরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামে। সেই সাথে প্রচন্ড খরতাপে অস্থির জনজীবনে নেমে আসে স্বস্তি।
খেটে খাওয়া শ্রমজীবি মানুষ এই বৃষ্টিতে অত্যন্ত আনন্দিত। আশা করা হচ্ছে কয়েক দিনের প্রচন্ড তাপদাহ অনেকটা স্তিতিশীল হবে এই বৃষ্টির দ্বারা।

Leave a Reply

Your email address will not be published.