কালাইয়ে নানা আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতি হত করি,শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’শীর্ষক এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৪ পালিত হয়েছে।
শুক্রবার(৩১মে) সকাল১০টায় কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী এক বর্ণাঢ্য  র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।
এরপর সেখানে এক আলচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত এর  সভাপতিত্বে উপজেলা আইসিটি টেকনিশিয়ান এসএম তারেকুল ইসলামের এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সেনিটর ইন্সপেক্টর শহিদুল ইসলাম। আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুজয় সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মাসুদা খাতুন,কালাই সরকারি মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেনসহ প্রমুখ। এ সময় উপজেলা দপ্তরের  বিভিন্ন সরকারি কর্মকর্তা, এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। এর সচেতনতা বৃদ্ধিতে প্রথমে শিক্ষার্থীদের সচেতন হতে হবে। শুধু শিক্ষার্থী নই এর কুফল সম্পর্কে সমাজের সকল শ্রেণীর মানুষকে জানাতে হবে করতে হবে সচেতনোও।

Leave a Reply

Your email address will not be published.