কালাইয়ে  পরিত্যক্ত ভিটা থেকে এক বৃদ্ধের  মরদেহ উদ্ধার  

মোঃ  মোকাররম হোসাইন   জয়পুরহাট জেলা প্রতিনিধি : ১১\৬\২৩ জয়পুরহাটের কালাইয়ে আলহাজ্ব  সিরাজুল ইসলাম (৬৫)  নামে এক বৃদ্ধের  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১১জুন) সকালে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের পাকুরিয়া কাথাইল এলাকায় একটি পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালাই থানার ওসি এস এম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। মৃত সিরাজুল ইসলাম পাকুরিয়া কাথাইল গ্রামের মৃত রইচ উদ্দীনের ছেলে। তার পরিবার ও স্বজনদের দাবি পরিকল্পিত ভাবে অপহরণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী জানায়, আলহাজ্ব  সিরাজুল ইসলামের  দুই স্ত্রী তবে, তার কোন সন্তান নেই।  নিজ ভিটায় ২য় স্ত্রীকে নিয়ে  বসবাস করতেন সিরাজুল। রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে সিরাজুল ইসলামের মরদেহ পাকুরিয়া কাথাইল মাঠের একটি পরিত্যক্ত ভিটায় পাওয়া যায়। পরে ঘটনাটি থানায় জানানো হলে সকাল ১০ টার দিকে সেখান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রতক্ষদর্শীরা জানান, আলহাজ্ব  সিরাজুল ইসলাম “পাকুরিয়া সিরাজুল ইসলাম” হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। অত্র হাফেজিয়া মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দ্বের পাশাপাশি মাদ্রাসার হুজুর পাল্টানো বিষয় নিয়ে কয়েকদিন আগেই (১১ জুন) ঝগড়া হয়। আজ পাকুড়িয়া কাথাইল মাঠে তার লাশ পাওয়া যায়৷
ওসি এসএম মঈনুদ্দিন বলেন, হাজী  সিরাজুলের মরদেহ ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর রহস্য জানা যাবে। রিপোর্ট পাঠানো পর্যন্ত এ বিষয়ে  কেউ মামলা হয়নি ।

Leave a Reply

Your email address will not be published.